সাফল্যের’ একঘেয়ে কোলাহলে, বড় নিঃসঙ্গ লাগে

আজকাল যেচে পরিচিত হয়ে দু-তিনটে বাক্য বলার পরেই সাফল্যের গল্প শুরু করেন এরকম লোকের অভাব নেই আমাদের চারপাশে ।

অবশ্য আমার লোকের সাথে মিশে, তাদের গল্প শুনতে ভালই লাগে। মানুষকে নতুন করে চিনি। চারদিকে কত ‘সফল’ লোক ।

কেউ ব্যর্থ নয়। শুধু সাফল্য আর সাফল্য ।  বড় একা লাগে । মানুষ বড় অহংকারে ভোগে আজকাল। আমি অমুক, আমি তমুক বলতে-বলতেই দিন কেটে যায়।

আমি কী করেছি, কতদূর উঠেছি, কাকে ডিঙিয়েছি, কাকে ওপরে ওঠার খেলায় কতটা নিচে নামিয়েছি — এই ফিরিস্তি আওড়াতে আওড়াতেই দিন কাটে।

আমাদের চারপাশে তাই অজস্র ‘কাঁচের দেওয়াল’ তৈরি হয়েছে, যেখানে কেবল নিজেদের ঝলমলে প্রতিচ্ছবি দেখেই মানুষ তৃপ্তি ঢেকুর তোলে । এই অহংকার ভাঙার জায়গা কোথায়..? এই মেকি কৃত্রিম উচ্চতা থেকে মাটির সাথে মিশে যাওয়ার দীক্ষা কোথায় মেলে?

হাসপাতাল এরকমই একটা মাটির সাথে চলতে শেখানোর জায়গা, Emergency হলে তো কথাই নেই….আমার বাবা আমাকে খুব রাগ করতেন ছোট্ট বেলায়,  “তুই বড় অলস, ঘরকুনো। জগত চেনা তোর দ্বারা হবে না… “

সেই আমি যখন ছয় বছর MBBS পেরিয়ে ন্যাশনালের Emergency তে বসে দশটা হাত ( সাথের 4 টে ইন্টার্ন ) নিয়ে রোজ  জন্ম মৃত্যুর টানাপোড়েন  দেখি, নিজেই অবাক হয়ে যাই- কি নিতান্তই সাধারণ এক কিশোর ছিলাম আর কি হয়ে গেলাম !

আজও হয়তো জগত সেভাবে চিনতে পারিনি, কিন্তু তবুও জীবন মাঝে মাঝে এমন জায়গায় আমাদের নিয়ে দাঁড় করায় , পরিবার কেন মাঝে মাঝে নিজেও ভাবলে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যায়

যে জগতের দায়িত্বকে একদা ‘আমার দ্বারা হবে না’ বলে বাতিল করেছিলাম, আজ সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি অবলীলায়, নেই কোনো ভয়, নেই কোনো ডর …..!

তাই মনে হয়, সফল হবার আগে,
ব্যর্থ মানুষের সান্নিধ্য বড় দরকার
সফলতা তো ভঙ্গুর, কিন্তু ব্যর্থতা ?
ব্যর্থতাতেই লুকানো আছে
টিকে থাকার সবচেয়ে বড় রসদ…

ধানখেতের ঝিরঝিরে হাওয়ায় একজন খাঁটি ব্যর্থ মানুষ অনেকটা জীবনের আয়নার মত, যে আয়নায় আসলে নিজের বিমূর্ত রূপ অবলীলায় দেখে ফেলা যায়, যার জন্য এক বিন্দু অনুশোচনা ও থাকে না, অপরাধ বোধ তো নয়ই । সেই আয়নায় নিজের ভুল, নিজের দুর্বলতা, নিজের কাঁচা দিকগুলো দেখে ফেলা যায়। সেখানে কোনও মিথ্যা অভিনয় নেই, নেই কোনো মুখোশ ।

জীবন কেবল সিঁড়ি বেয়ে উপরে ওঠার খেলা নয়, বরং বারবার হোঁচট খেয়েও আবার উঠে দাঁড়ানোর এক জ্বলন্ত মহাকাব্য, যেখানে অহংকার নয়, বরং মানুষের ভালোবাসাই জীবনের শ্রেষ্ঠ অর্জন – জীবন তখন আর কেবল নিজের গল্প থাকে না, তা হয়ে ওঠে লক্ষ-কোটি মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার এক মৌলিক মহাকাব্য

– ডা. কাজী ফাইয়ায আহমদ
( সংগৃহীত ও পরিমার্জীত )

Scroll to Top